শনিবার ঈদ

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মান সময় মধ্যরাত একটা ৪৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শুক্রবার ১৪৩৯ হিজরী সনের শাওয়াল মাসের নতুন চাঁদের দেখা যাবে বলে জানিয়েছে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রেরিত তথ্য অনুযায়ী, ঐ দিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ১৭ ঘন্টা ৪ মিনিট এবং সান্ধ্যকালীন গোধুলি শেষ হওয়ার ৯.৬ মিনিট পরে চন্দ্রাস্ত ঘটবে। ফলে ঐদিন বাংলাদেশে চাঁদ দেখা যাবে না।

আগামী শুক্রবার সূর্যাস্তের সময় সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ৪১ ঘন্টা ৪ মিনিট এবং সান্ধ্যকালীন গোধুলি শেষ হওয়ার ১ ঘন্টা ১২ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। সুতরাং ঐদিন বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নিশ্চিতভাবে পশ্চিমাকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

আগামী শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিট হতে ৭টা ৫০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ মান সময়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *