বড় ধরনের চমক দিয়েই শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। চমকের নাম নাইম হাসান। এই তরুণ অফ স্পিনার এ মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাথে নিউজিল্যান্ডে আছেন আইসিসি যুব বিশ্বকাপ মিশনে।
যুব বিশ্বকাপে ভালো বোলিং করেছেন নাইম হাসান। আজ কুইন্সটাউনে ভারতের বিপক্ষে হেরে যাওয়া কোয়ার্টার ফাইনালে ১৭ বছর বয়সী এই অফ স্পিনার ৩৬ রানে পান দুই উইকেট। রান করেন ১১। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। লঙ্গার ভার্সন ক্রিকেটে অধিনায়ক হওয়ার পর এটাই হবে সাকিবের প্রথম টেস্ট।
দুই টেস্টের সিরিজে চট্টগ্রামে ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি প্রথমটি খেলে মিরপুরে ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয়টিতে লড়বে দুই দেশ। ১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে অন্যেরা হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তায়জুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ ও রুবেল হোসেন।