অপহৃত কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে। এদিকে, হবিগঞ্জের চুনারুঘাটে সকাল-সন্ধ্যা হরতাল করছে ব্যবসায়ীরা। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমার মুক্তি দাবিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
সকালে অবরোধের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে পিকেটিং করে ইউপিডিএফের নেতাকর্মীরা। হরতালের কারনে জেলার অভ্যন্তীরণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
গত রোববার রাঙামাটির কুদুকছড়ির আবাসিক এলাকা থেকে এ দুই নারী নেত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। সেসময় সন্ত্রাসীদের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা গুলিবিদ্ধ হয়। এদিকে, হবিগঞ্জের চুনারুঘাটে ব্যবসায়ী নেতা আকল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে চুনারুঘাটে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।