সন্মান ৪র্থ বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবীতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

আবু সাঈদ সরকার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের আসন্ন পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের শিক্ষার্থীরা।

আজ ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে এক দল শিক্ষার্থী মিছিল করতে করেতে এসে জড়ো হয় দিনাজপুর প্রেস ক্লাব চত্বরে।দিনাজপুর সরকারি কলেজ,দিনাজপুর মহিলা কলেজ এবং আদর্শ মহাবিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরিকল্পিত ভাবে শিক্ষার্থীদের ভবিষৎ অনিশ্চিত করে তুলছে, তারা বলেন আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা অথচ সেই ৩য় বর্ষের পরীক্ষায় অধিকাংশ ৪র্থ বর্ষ শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষা রয়েছে। আবার এ দিকে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলেন সমকালীন শিক্ষা ব্যবস্থা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা বড় ভাববার বিষয়।

তারা আরও বলেন সেশনজটের বদনাম এঁড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপ গ্রহন করেছে তা শিক্ষা ব্যবস্থার এক মরণ ঘাতি পদক্ষেপ।মানববন্ধনে এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী করে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *