ধানের জেলা হিসাবে পরিচিত দিনাজপুরে এবার বাম্পার ফলন হয়েছে সুগন্ধি ধানের। ধান কাটা-মাড়াইয়ে এখন পুরোদমে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। এসব সুগন্ধি ধানের মধ্যে রয়েছে ব্রি-৩৪ এবং বিভিন্ন জাতের কাটারিভোগ। সুগন্ধি এই ধানের চাহিদা এবং ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন জেলার চাষীরা।
দিনাজপুরে সব উপজেলায় কম-বেশী ব্রি-৩৪সহ সুগন্ধি জাতের ধানের চাষ হলেও সদরসহ চিরিরবন্দর, পার্বতীপুর, বিরল, কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় এই ধানের চাষ বেশী। বন্যা পরবর্তী এবার আমনের মতই ব্রি-৩৪ ও কাটারি ধানের বাম্পার ফলন কয়েছে। এরইমধ্যে জেলায় পুরোদমে শুরু হয়ছে সুগন্ধি ধান কাটা ও মাড়াই এর কাজ।
এক বস্তা সুগন্ধি ধান বিক্রি করে দুই বস্তা আমন পাওয়া যাবে বলে জানান চাষীরা। প্রতি একরে কমপক্ষে ৩৬ থেকে ৪০ মন ধান ফলেছে। ব্রি-৩৪ ধানের বাজার কখনো কমেনা এবং এই ধান চাষ অন্য ধানের তুলনায় লাভজনক, জানিয়েছেন কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা।
দিনাজপুর জেলার ৮৫ হাজার হেক্টরের বেশী জমিতে এবার চাষ হয়েছে এই সুগন্ধি ধানের।