স্ত্রীর স্বীকৃতির দাবিতে আরাফাতের বাড়িতে গৃহবধূ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করা গৃহবধূ।
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামী আরাফাতের বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। ওই গৃহবধূ বাড়িতে অবস্থান নিলে স্বামী আরাফাত বাড়ি থেকে পালিয়ে যায়।

রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাটের মমতাজ মেম্বার পাড়ায় স্বামী আরাফাত ফেরদৌসের বাড়িতে অবস্থান নেন তিনি। আরাফাত ফেরদৌস ওই এলাকার তাহির উদ্দিনের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার খাস নওগাঁ গ্রামের নরেশ মন্ডলের মেয়ে। তিনি এর আগেও একটি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ৪ বছরের সংসার জীবনের টানেন ইতি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। এর এক পর্যায়ে সনাতন ধর্ম ত্যাগ করে আদালতের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহন করে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের প্রায় ২ বছরের সংসার। এরই মধ্যে ভুক্তভোগী ওই গৃহবধূর ৮ ভরি স্বর্ণালংকার ও ৩ লক্ষ টাকা নিয়ে স্বামী আরাফাত পালিয়ে যায়। এর এক পর্যায়ে একতরফা তালাকনামা পাঠিয়েছে স্বামী আরাফাত।

আরো জানা যায়, স্বামী আরাফাত এর আগেও একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, আরাফাতের সঙ্গে আমার ২০১২ সাল থেকেই পরিচয়। এরপর প্রেম করি। ২০২৩ সালের ২৭শে সেপ্টেম্বর আমরা বিবাহ করি। আমরা ভাড়া বাসায় থাকি। সে ১০ দিন ধরে বাসায় নাই এবং খোঁজ পাচ্ছি না। তাই তাকে খুঁজতে তার গ্রামের বাড়িতে আসি। আমি তার সংসার করতে চাই।

এদিকে স্বামী আরাফাত ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কোনোরকম যোগাযোগ করা যায়নি।

স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কম বেশি সব মানুষই তাদের বিয়ের বিষয়ে অবগত আছে। মেয়েটি যেহুতু ধর্ম ত্যাগ করে আসছে তাই আরাফাতের উচিত তাকে নিয়ে সংসার করা।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

রক্তের গ্রুপের উপর নির্ভর করে কার যৌন ক্ষমতা কেমন

স্বাস্থ্য ডেস্কঃ কোনো ব্যক্তির যৌনক্ষমতা কতটা তা অনেকটাই নির্ভর করে তার রক্তের...

প্রাক্তন ফিরে আসতে চাইলে কি করবেন?

 জীবনযাপন ডেস্কঃ প্রায় সময়ই দেখা যায় রিলেশন ব্রেকাপের কিছু দিন পর বা...

‘প্রাক্তন’ কেন আপনার জীবনে মূল্যবান?

প্রাক্তন মানুষ গুলো সবার কাছে অভিশপ্ত হলেও, আমার কাছে প্রাক্তন যথেষ্ট মূল্যবান।...

জেনে নিন প্রেমের সম্পর্কে ঝুলন্ত অবস্থায় আছেন কিনা?

জীবনযাপন ডেস্কঃ কিছু সম্পর্ক ভালো হয়, কিছু সম্পর্ক খারাপ। কিছু সম্পর্ক টিকে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।