স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় আড়াই গুন উড়োজাহাজ ভাড়া

হজ যাত্রীরা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় আড়াই গুন উড়োজাহাজ ভাড়া দিচ্ছে। বিমানমন্ত্রীর যুক্তি, হজের বিশেষ ফ্লাইটটি ফিরতি সময় খালি আসে, ফলে উড়োজাহাজের লোকসান পোষাতেই এ ব্যবস্থা। কিন্তু এবছর বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইটেও হজ যাত্রী পরিবহন করবে।

যা ফিরতিতে সাধারন যাত্রী আনার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে কেনো এই জুলুম, প্রশ্ন সংশ্লিষ্টদের। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সকল উড়োজাহাজ কোম্পানী হজযাত্রী পরিবহনের সুযোগ পায়না । একচেটিয়া এই খাতটি দখল করে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স। ওমরাহসহ সারা বছর সৌদি আরবে ফিরতিসহ উড়োজাহাজ ভাড়া ৫২ থেকে ৫৬ হাজার টাকা।

সেখানে হজযাত্রী পরিবহনের জন্য খোদ মন্ত্রীসভাই অনুমোদন করেছে প্রায় ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা। কিন্তু কেনো? কিন্তু এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৪০টি শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। একইভাবে সৌদি এয়ারলাইন্সও ১৭৭টি নিয়মিত ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। যেগুলো ফিরতিতে সাধারণ যাত্রী নিয়ে আসবে। বিমান মন্ত্রী এবার দোহাই দিলেন আগের নিয়মের পূনরাবৃত্তির। তবে কি অনিয়মই নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *