বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ
যশোর-রাজশাহী-বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকায় মাত্র এক হাজার ৮৯৯ টাকায় ভ্রমনের সুযোগ দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। শুধু ঈদের আগে নির্দিষ্ট কিছু দিন এই সুযোগ দিয়েছে এই এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল হাসান জানান, ঈদের আগে ৭ থেকে ১৫ জুন পর্যন্ত এ ভাড়ায় টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। তবে ঢাকা থেকে এসব রুটে যেতে হলে নির্ধারিত মূল্যেই টিকিট কাটতে হবে।
কামরুল হাসান আরও বলেন, ঈদ উপলক্ষে ৭ জুন থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। এ চারটি পথে ঈদের দিন পর্যন্ত নিয়মিত ফ্লাইটের বাইরে প্রতিদিন অতিরিক্ত ৩৫টি ফ্লাইট চলবে।