স্পোর্টস ডেস্কঃ
সদ্য শেষ হওয়া আইপিএলের ১১তম আসরে ১৪টি ম্যাচে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন অ্যান্ড্রু টাই। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এই প্রথম কোনো অস্ট্রেলিয়ান এমন কৃতিত্বে ছাপ রাখলেন। সেই বিবেচনায় নিশ্চয়ই এটা বড় প্রাপ্তি।
আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে ৩১ বছর বয়সী এই অজি পেস বোলারকে ৭ কোটি ২০ লাখ টাকায় কিনে নেয় পাঞ্জাব। ক্রিস গেইলের মতো টাইকে দলে নিয়ে উচ্ছ্বাসই প্রকাশ করেছেন পাঞ্জাবের কোচ বীরেন্দ্র শেবাগ।
কোচের সেই আস্থার প্রতিদানও দিয়েছেন তারা। আইপিএলের সদ্য শেষ হওয়া আসরের শুরুর দিকে অসাধারণ পারফরম করেছেন গেইল-টাইরা।
কিন্তু শেষ দিকে দলীয় পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় তীরে গিয়ে তরি ডুবে পাঞ্জাবের। প্লে অফের লড়াই থেকে ছিটকে যায়।
টুর্নামেন্টে ১৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করেন অ্যান্ড্রু টাই। অর্থের বিচারে তার এক একটি উইকেটের মূল্য ৩০ লাখ টাকা।