৭ মাস থেকে বেতন বন্ধ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের

Share

নিজস্ব প্রতিবেদক

গত ৭ মাস থেকে বেতন বন্ধ কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি)। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। পরিবার-পরিজন নিয়ে তারা অতি কষ্টে দিন কাটাচ্ছেন। কবে নাগাদ বেতন পেতে পারেন এ বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

সরজমিনে দিনাজপুরের খানসামা উপজেলার কমিউনিটি ক্লিনিক গিয়ে দেখা যায়, গ্রামের দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য শিক্ষা ও জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা।

জানা যায়, কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের গত ২০১১ সালে এ প্রকল্প শুরু হয়ে ২০১৬ সালের ১৪ জুনে মেয়াদ শেষ হয়। এরপর তিন দফা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হলেও বেতন বৃদ্ধি হয়নি এক টাকাও। কিন্তু গত বছরের জুলাই মাস থেকে স্বাস্থ্যকর্মীদের বেতন বকেয়া পড়ে। এ অবস্থায় ঢাকায় আন্দোলনে নামেন সিএইচসিপিরা। আন্দোলনের ফলে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাসও পান তারা। কিন্তু এ আশ্বাসের পরও প্রকল্প বা রাজস্ব খাত কোনোটা থেকেই তাদের বেতন-ভাতা ছাড় করা হয়নি। এতে সাত মাস ধরে তারা কোনো বেতন পাননি, এমনকি প্রণোদনা ভাতাও পাননি।

উপজেলার পূর্ব বাসুলী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. মোজাম্মেল বলেন, গত ৭ মাস ধরে বেতন-ভাতা বন্ধ। এতদিন ধার-দেনা করে পরিবার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাতে হয়েছে। এখন ধারও দিচ্ছে না কেউ।

চৌদ্দ হাজার স্বাস্থ্যকর্মীর বঞ্চনার ১৩ বছর!

হোসেনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্দুল মান্নান বলেন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে বর্তমান সময়ে আমাদের সামান্য বেতন দিয়ে খুব কষ্টে সংসার চালাই। তারপর আবার গত সাত মাস থেকে সেটিও বন্ধ। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছি। দ্রুত এর সমাধান দরকার, আমরা নিরূপায় হয়ে গেছি।

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোরশেদ হোসেন চৌধুরী বলেন, সারা দেশের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের একই অবস্থা। সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত যোগাযোগ করেও কোনো সুরাহা পাচ্ছি না। হচ্ছে, হবে বলেই দিন পার হচ্ছে।

এ বিষয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, সিএইচসিপিদের বেতন বন্ধ থাকায় আমরা ব্যথিত। সারা দেশেরই একই চিত্র। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের উচ্চপর্যায় ও সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত অবগত করা হচ্ছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস ও আলোচনা সভা -২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য “Yes! We Can End TB:...

বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন...

বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে বীরগঞ্জে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন...

দিনাজপুরের বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে গেইন কর্তৃক ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা কর্মশালা...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।